Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকবিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া : দিলীপ সিং

বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া : দিলীপ সিং

ইউক্রেনে(Ukraine) সামরিক অভিযানে রাশিয়ার(Russia) বিরোধিতা না করে ভুল করছে ভারত জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা দিলীপ সিং বলেছেন, ‘চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে রাশিয়া বাঁচাবে না।

দুই দিনের সফরে ভারত(India) এসে গত বৃহস্পতিবার(৩১ মার্চ) তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। দিলীপ সিং বেইজিং ও মস্কোর মধ্যে ‘সীমাহীন’ অংশীদারি সম্পর্কের উল্লেখ করে বলেন, ‘রাশিয়ার বিরোধিতা না করে ভুল করছে ভারত। যদি চীন আবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে, তবে রাশিয়া যে ভারতকে সাহায্য করবে, এ আশা যেন না করা হয়।’

সফরের শেষ দিনে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন স্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিংহ। সেই বৈঠকে তিনি চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন।

তারপরই সতর্কবার্তা দেন, ‘কোনও দেশ যদি রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন বজায় রাখে, সেটাও ভাল চোখে দেখবে না আমেরিকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments