রাশিয়া দোনবাস অঞ্চলে ও খারকিভে ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে সর্তক করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।’
শনিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
দেশের পূর্বাঞ্চলের সামরিক পরিস্থিতি ‘এখনও অত্যন্ত জটিল অবস্থায়’ রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।
তিনি বলেন, রাশিয়া উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। আমরা ভাবতে পারি না যে, আমরা এখনই সব পরীক্ষায় পাস করে ফেলেছি।