রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী ক্যারলা ডেল পোনতে।
সুইস একটি গণমাধ্যমকে শনিবার দেওয়া একটি সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর অপরাধে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক। খবর ডেইলি সাবাহর।
ক্যারলা ডেল পোনতে রুয়ান্ডা ও যুগস্লাভিয়ার গণহত্যা তদন্তে গঠিত যুদ্ধপরাধ ট্রাইব্যুনালেরও প্রধান ছিলেন।
এর আগে ক্যারলা ডেল পোনতের নতুন বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে সুইজারল্যান্ডের ল্যা টেমস পত্রিকা তার সাক্ষাৎকার নেয়। পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে বর্ণনা করেন।