Monday, September 15, 2025
Homeজাতীয়গ্যাস উৎপাদন শুরু করেছে বিবিয়ানার ৪ কূপ

গ্যাস উৎপাদন শুরু করেছে বিবিয়ানার ৪ কূপ

উৎপাদন শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানার বন্ধ হওয়া চার কূপে, বন্ধ হওয়া অপর দুটি সচল করতে কাজ চলছে।

  • মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘গত সোমবার একটি, মঙ্গলবার সকালে দুটি ও সন্ধ্যায় আরও একটি কূপ চালু করা হয়েছে। এ নিয়ে বর্তমানে চারটি কূপ সচল হয়েছে। সচল হওয়া কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে।’

তিনি আরও জানান, ‘অপর দুটি কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য প্রকৌশলীরা কাজ করছেন। বৃহস্পতিবারের মধ্যে আরও একটি চালু করা সম্ভব হবে। ছয় নম্বর কূপটি চালু হতে সময় লাগবে।’

  • এর আগে গত রোববার সকালে হঠাৎ বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

জানা গেছে, দেশে দিনে ৩৭০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও শনিবার মোট গ্যাস সরবরাহ করা হয় ২৭৯ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে বিবিয়ানা থেকে সরবরাহ করা হয় ১১৫ কোটি ঘনফুট।

  • রোববার দুপুরের পর থেকে বিবিয়ানায় উৎপাদন প্রায় অর্ধেক কমে যায়। এতে বাসার চুলায়, শিল্প কারখানায় ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কমতে থাকে।

এদিকে, উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments