Tuesday, September 16, 2025
Homeআন্তর্জাতিকপরাশক্তিগুলোর মধ্যে সংঘাতের শঙ্কা দেখছেন মার্কিন জেনারেল

পরাশক্তিগুলোর মধ্যে সংঘাতের শঙ্কা দেখছেন মার্কিন জেনারেল

বিশ্বব্যাপী পরাশক্তির দেশগুলোর মধ্যে একটি বড় ধরনের সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন এক শীর্ষ জেনারেল মার্ক মিলি।

  • স্থানীয় সময় মঙ্গলবার ৫ এপ্রিল মার্কিন ওই সামরিক কর্মকর্তা আইনপ্রণেতাদের বলেন, বিশ্ব যতই আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠবে, ততই একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাব্যতা ক্রমাগত বেড়ে চলবে, এটা কমবে না।

বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।

  • প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি রুদ্ধদ্বার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ(Us Department of Defence) ২০২৩ অর্থবছরের জন্য অনুরোধ করা রেকর্ড-ব্রেকিং ৭৭৩ বিলিয়ন ডলার বাজেটকে সমর্থন করেছেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের(United State) প্রতিপক্ষ রাশিয়া(Russia) ও চীনের(China) প্রসঙ্গ এসেছে বহুবার; উভয়কেই ওয়াশিংটনে মার্কিন বৈশ্বিক শক্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়।

  • মিলি বলেন,’ তার ৪২ বছর মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার সময়কালের মধ্যে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণকে ‘ইউরোপ এবং সম্ভবত বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি’ বলে অভিহিত করেছেন।

তিনি জানান, যা হোক, ইউক্রেনকে(Ukraine) যে বিশ্ব সমর্থন করছে, সেটা দেখে তার হৃদয় ভরে উঠেছে।

  • জেনারেল মার্ক মিলি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার(Ukraine-Russia War) আগ্রাসন শুধুমাত্র ইউরোপের শান্তি ও স্থিতিশীলতাই নয়, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকেও ক্ষুণ্ন করার হুমকি দিচ্ছে, যা রক্ষার জন্য আমার বাবা-মা এবং এক প্রজন্মের মার্কিনিরা এত কঠিন লড়াই করেছিলেন।’
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments