Sunday, September 14, 2025
Homeসারাদেশসিলেটসিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম নাজিম আহমদ (১৯)।

শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে নগরের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জুয়েল আহমদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।আটক জুয়েল নগরের মুন্সিপাড়ার বাসিন্দা। তিনি রাজমিস্ত্রির কাজ করেন।

নিহত নাজিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। সিলেট নগরের দরগাহ মহল্লার ৭৪ নং বাসায় ভাড়া থাকতেন। তিনি পেশায় হোটেল শ্রমিক।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবার আলী শেখ বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে শনিবার রাতে ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল নামের যুবক নাজিমকে ছুরিকাঘাত করেন। এতে নাজিমের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জুয়েলকে আটক করেছে। তার বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে।

আটক জুয়েল প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments