বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন (বাসাজ) Journalist Alliance Foundation of Bangladesh -এর পক্ষ থেকে ২০২১ কর্মবৎসরে প্রতিবছরের ন্যায় মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর তিনটি ক্যাটাগরিতে তিনজন রিপোর্টারকে ‘বাসাজ সম্মাননা স্মারক-২০২১’ ও নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
ক্যাটাগরি ৩ টি হল- (১) জনস্বার্থে অবদান (২) ব্যক্তি বা গোষ্ঠির কল্যাণ (৩) কোভিড-১৯ মোকাবেলায় অবদান। এছাড়াও বিভাগওয়ারী একজন করে দশ হাজার টাকা করে পুরষ্কার প্রদান করা হবে।
আগ্রহী রিপোর্টারগণকে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩১ মে ২০২২ইং তারিখের মধ্যে জীবন-বৃত্তান্ত, পত্রিকায় প্রকাশিত রিপোর্টের কপি/ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত রিপোর্টের ভিডিও ক্লিপ/অনলাইনে প্রকাশিত রিপোর্টের লিঙ্ক এবং রিপোর্টের ফলাফলের বিস্তারিত বিবরণ basajbd@gmail.com ইমেইলে পৌঁছাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ সংক্রান্ত কোনো প্রয়োজনে ০১৬৭০-১৭৪৬৫১/০১৭১১-৯৬৯৯২৫ নম্বরে যোগাযোগের জন্য।