Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকমস্কোর হুঁশিয়ারির পর কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

মস্কোর হুঁশিয়ারির পর কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের(Ukraine) কিয়েভে(Kiev) শুক্রবার ১৫ এপ্রিল সকাল আনুমানিক ৭ ঘটিকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গার্ডিয়ানের(British media The Guardian) খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে এই অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের পর এটা ছিল সব থেকে শক্তিশালী বিস্ফোরণ।

ইতিপূর্বে রাশিয়ার যুদ্ধজাহাজে বিস্ফোরণের পর কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেনের সেনারা তাদের সীমান্তে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং আক্রমণ করছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে(Kiev, the capital of Ukraine) জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি ও মেরামত কারখানায় হামলার দাবি করেছে মস্কো।

কিরিল কিরিলো নামে কিয়েভের একটি গাড়ি মেরামত প্রতিষ্ঠানের কর্মী বলেন, ‘মহাসড়কে তিনি শিল্প ভবনে বিস্ফোরণ দেখেছেন। বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় যা পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে ফেলে।’

কিরিল বলেন, ‘ভবনে আগুন লাগার পর আমি আমার গাড়ির পেছনে লুকিয়েছিলাম। আঘাতপ্রাপ্ত ভবন থেকে ভাঙা গ্লাস এবং অন্যান্য ধাতুর টুকরো খসে পড়ছিল।’

এদিকে ইউক্রেন দাবি করেছে, ‘উত্তর মারিউপোল(Mariupol) শহরের পোপাসনা এবং রুবিজনা অঞ্চলে তারা রাশিয়ার(Russia) আক্রমণ প্রতিহত করেছেন।’

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান (British media The Guardian) রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) দাবির বিষয়ে সত্যতা যাচাই করতে পারেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments