রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা চালাতে পারে। এ জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।
বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টর বলেছেন, রাশিয়া ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।
সিআইএর এমন বক্তব্যের প্রেক্ষাপটে জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়, তিনি সিআইএর ডিরেক্টরের এ মন্তব্যে চিন্তিত কিনা?
ইউক্রেনের প্রেসিডেন্ট Volodymyr Zelensky বলেন, “শুধু আমি নই— পুরো বিশ্বের সব দেশের চিন্তিত হওয়া উচিত। কারণ এটি প্রকৃত তথ্য হতে পারে না কিন্তু আবার সত্যও হতে পারে। আমাদের ভীত হলে চলবে না, আমাদের প্রস্তুত হতে হবে”, বলেও মন্তব্য করেন তিনি।
জেলেনস্কি বলেন, আমার মতে, এটি শুধু ইউক্রেন নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন পুরো বিশ্বের জন্য।
তার কাছে রাশিয়ার ডুবে যাওয়া ফ্ল্যাগশিপ মস্কোভা নিয়ে জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, আমরা জানি এ যুদ্ধজাহাজের অস্তিত্ব এখন আর নেই। আমাদের জন্য, এটি ছিল আমাদের দেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। সুতরাং, এটি ডুবে যাওয়া আমাদের জন্য ট্রাজেডি নয়।