গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।
এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিতবে বলে তারা নিশ্চিত। রবিবার বিবিসিকে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।
রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সস্কি বলেছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কিয়েভ সফর আশা করছেন।
এ ব্যাপারে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে বিবিসির সাথে কথা বলছে।
প্রাইস বলেছেন, ‘তিনি আত্মবিশ্বাসী যে জেলনসস্কি যুদ্ধে জয়লাভ করবেন। ’
তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য একটি বিজয় হতে যাচ্ছে; এটি রাশিয়ার জন্য একটি কৌশলগত পরাজয় হতে যাচ্ছে। ’
মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা যথেষ্ট ভারী অস্ত্র সরবরাহ করছে কিনা জানতে চাইলে প্রাইস বলেন,‘আমাদের ইউক্রেনীয় অংশীদারদের এই রাশিয়ান আগ্রাসন বন্ধে যা করতে হবে আমরা তার প্রয়োজনীয় সব পাঠিয়েছি।