Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণ

আফগানিস্তানে মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে খলিফা সাহিব মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বিসমিল্লাহ হাবিব এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।

বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে কাবুলের খলিফা সাহিব সুন্নি মসজিদে এই হামলা ঘটেছে। জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিরা তখন জিকির-আজগারে মসগুল ছিলেন।

এক মুসল্লি জানিয়েছেন, ভয়াবহ ওই বিস্ফোরণে মসজিদের ছাদ ও দেওয়ালের কিছু অংশ উড়ে গেছে। তার নিজের হাত ও পা পুড়ে গেছে বলেও জানার ওই ব্যক্তি।

মসজিদটির পাশের একটি ভবনের বাসিন্দা মোহাম্মদ সাবির জানান, ‘এত প্রচণ্ড শব্দ হয়েছিল বিস্ফোরণের সময়, মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে গেছে।’ বিস্ফোরণের পর বেশ কয়েকজন মুসল্লিকে মসজিদের ভেতর থেকে আহত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments