Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকরাশিয়ার পরমাণু হুমকির অপব্যাখ্যা করছে পশ্চিমা গণমাধ্যম: ল্যাভরভ

রাশিয়ার পরমাণু হুমকির অপব্যাখ্যা করছে পশ্চিমা গণমাধ্যম: ল্যাভরভ

পশ্চিমা গণমাধ্যম রাশিয়ার পরমাণু হুমকির অপব্যাখ্যা করছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

    • এ সময় তিনি সম্ভাব্য পরমাণু যুদ্ধ সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি নাকচ করে দিয়ে বলেছেন, একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার প্রচেষ্টা এক মুহূর্তের জন্যও ত্যাগ করেনি রাশিয়া।

তিনি ইতালির নিউজ চ্যানেল মিডিয়া স্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

  • ল্যাভরভ আরও বলেন, মস্কো যখন পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার প্রচেষ্টারত তখন পশ্চিমা গণমাধ্যমগুলো রাশিয়ার হুমকির অপব্যাখ্যা করছে।
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইউক্রেনের সরকার পরিবর্তন করতে চাই না বরং বিভিন্ন দেশের সরকার পরিবর্তন আমেরিকার পেশা ও নেশা। এখন পর্যন্ত আমেরিকা বিশ্বের অসংখ্য দেশের সরকার পরিবর্তন করে দিয়েছে।
  • ল্যাভরভ বলেন, আমরা ইউক্রেনের পূর্বাঞ্চলের জনগণকে নিরাপত্তা দিতে চাই। রুশ সীমান্তবর্তী ওই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে ইউক্রেনের ভেতর থেকে রাশিয়ার জন্য কোনও নিরাপত্তা হুমকি সৃষ্টি হবে না।
  • ইউক্রেন যুদ্ধ কত মাসে শেষ হতে পারে- এমন প্রশ্নের উত্তরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শেষ করার ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা সম্ভব নয়।

(Russia)রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত ডোনবাস (ডোনেটস্ক ও লহানস্ক) অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।

তবে ইউক্রেন রাশিয়ার আহ্বানে সাড়া না দিয়ে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া সমরাস্ত্র দিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments