সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সিলেট কোতোয়ালি থানায় আহত সাংবাদিক মঈন উদ্দিন বাদী হয়ে মামলা করেন।
মামলায় ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান ওরফে হাবিবের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। হাবিব সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের অনুসারী। তাঁর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কাইমা গ্রামে।
গত সোমবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় হামলার শিকার হন চ্যানেল এস ইউকে সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন। সে সময় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ দাবি করেছিলেন, সাংবাদিকের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা করেছিলেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সাংবাদিক মঈন উদ্দিনের ওপর হামলার ঘটনায় একজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।