Sunday, September 14, 2025
Homeঢাকাগাজীপুরগাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী সাতাইশ লস্করপাড়া এলাকা থেকে জান্নাতুল ফেরদৌস মুক্তা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ। নিহত মুক্তা ময়মনসিংহ জেলার পাগলা থানার পাচুলি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

শুক্রবার বিকালে ওই এলাকার আলী আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, জান্নাতুল ফেরদৌস মুক্তা তার স্বামীকে নিয়ে লস্করপাড়া আলী আকবরের ভাড়া বাসায় কয়েকমাস যাবত বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের কারণে কিছুদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকালে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments