ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর এক মাসের মাথায় কিয়েভের বাইরে একটি পরিত্যক্ত রাশিয়ান কমান্ড পোস্টে অজ্ঞাতনামা একটি শিপিং কনটেইনার খুঁজে পান ইউক্রেনীয় সেনারা। এর ভেতরে কী আছে, তা তখন তাঁরা জানতেন না। কিন্তু ওই কনটেইনার খোলার পর যা জানা গেল, তাতে সহসা বিস্ময়ের ঘোর কাটার কথা নয়। রুশ সেনাদের ফেলে যাওয়া ওই কনটেইনারটির ভেতরে ছিল রাশিয়ার অত্যাধুনিক বৈদ্যুতিক যুদ্ধব্যবস্থাগুলোর একটি। তখন যুদ্ধ সবে অল্প কয়েক দিনে গড়িয়েছিল। সে সময়ে এমন একটি অস্ত্র হাতে পাওয়াকে সবচেয়ে বড় গোয়েন্দা সাফল্য বলে দাবি করেন ইউক্রেনের সেনারা।
রুশ বাহিনীর ফেলে যাওয়া কনটেইনারটির ভেতরে ছিল রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার (ইডব্লিউ) সিস্টেমগুলোর মধ্যে অন্যতম ক্রাসুকা–৪। এই ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র ২০১৪ সাল থেকে ব্যবহার করছে রাশিয়া। ‘ইলেকট্রনিক ওয়ারফেয়ার’ বা ইডব্লিউ সিস্টেম মানে হচ্ছে, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত ব্যবহার। ক্রাসুকা-৪–কে রাশিয়ার কৌশলগত ইলেকট্রনিক ওয়ারফেয়ারে প্রধান সরঞ্জাম হিসেবে বিবেচনা করা হয়। এটি এক্স ও কেইউ ব্যান্ডের আকাশ থেকে নিক্ষেপযোগ্য ও কৃত্রিম উপগ্রহভিত্তিক রাডারকে জ্যাম করে দেওয়ার জন্য তৈরি করা। এটি মূলত ক্রাসুকা–২ নামের আরেকটি ইডব্লিউ সিস্টেমের পাশাপাশি ব্যবহার করা হয়। ক্রাসুকা–২ মূলত স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের এস–ব্যান্ডের অনুসন্ধানী রাডারগুলো নিষ্ক্রিয় করতে কাজ করে। এ ধরনের রাডার যুক্তরাষ্ট্রের ই–৮ জয়েন্ট সার্ভিলেন্স টার্গেট অ্যাটাক রাডার সিস্টেমের (জেএসটিএআরএস) রাডার ও এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এডব্লিউএসিএস যুদ্ধবিমানের রাডার নিষ্ক্রিয় করতে পারে।
দীর্ঘদিন ধরেই ধারণা করা হয়, রাশিয়ার কাছে অত্যাধুনিক ইলেকট্রনিক সমরাস্ত্র রয়েছে। গত মার্চে ইউক্রেন ও তাদের মিত্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হাতে ক্রাসুকা–৪ চলে আসায় তা ভালোভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার সুযোগ মেলে। বিদ্যুৎ প্রকৌশলীদের আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) প্রকাশনা ‘স্পেকট্রাম’-এ সম্প্রতি রুশ সেনাদের ইলেকট্রনিক সমরাস্ত্র ও ইউক্রেন যুদ্ধে এর প্রভাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনাদের হামলার প্রথম দিকে ইডব্লিউ সিস্টেমগুলো তেমন কোনো কাজে লাগেনি। কিন্তু এখন যুদ্ধের মোড় রাশিয়ার দিকেই ঘুরিয়ে দিচ্ছে এই প্রযুক্তি।