Sunday, September 14, 2025
Homeসারাদেশবর্ধিত ভাড়ায় যাত্রীদের ক্ষোভ

বর্ধিত ভাড়ায় যাত্রীদের ক্ষোভ

শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে বেড়েছে সব ধরণের জ্বালানি তেলের দাম। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এতো দাম বাড়েনি। এতে বেড়েছে সব ধরণের গণ পরিবহণের ভাড়া।

রাজধানীর বিভিন্ন স্পট ঘুরে দেখা গেছে আগের চেয়ে গণপরিবণ কিছুটা কম। অপর দিকে সবার থেকে নেওয়া হচ্ছে বর্ধিত ভাড়া। এ জন্য যাত্রীদের মাঝে দেখা গেছে চাপা ক্ষোভ।

রামপুরা বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা অফিসগামী আরিফ বলেন, বাসের ভাড়া বাড়লো। আস্তে আস্তে সব পণ্যের দাম বাড়বে। আসলে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের লোকদের ঢাকাতে থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের আসলে গ্রামে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।

বাসে আসার সময় দেখা যায়, অনেক যাত্রীই বর্ধিত ভাড়া দেওয়ার সময় বিভিন্ন প্রকার গালিগালাজ করছেন। এক যাত্রী বলেন, ভবিষ্যত কি হবে জানি না। তবে আমাদের মত সাধারণ মানুষের আর বেঁচে থাকার উপায় নেই।

ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। আর অকটেনের দাম বেড়েছে ৫১.৬৮%, প্রতি লিটার কিনতে গুনতে হবে ১৩৫ টাকা। শুক্রবার মধ্যরাতের পর থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments