স্ত্রী শাশুড়িকে কুপিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা যুবকের, সিলেট।আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছ পুলিশ।
নগরী সিলেটে এক যুবক তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।নগরীর বাদামবাগিচা এলাকার ২ নম্বর রোডের ২৩ নম্বর বাসায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান।
ওসি বলেন, “গত ১ অগাস্ট শাহজাহানের স্ত্রী ও শাশুড়ি নগরীর বাদামবাগিচা এলাকার বকুল মিয়ার বাসা ভাড়া নেন। শাহজাহান-সুলতানা দম্পতির দুই সন্তান তানহা ও মাহবুবুল আলম ওই বাসায় মায়ের সঙ্গে থাকে। শাহজাহান মাঝে মাঝে সেখানে যেতেন।
“শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাহান হঠাৎ ওই বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ফারজানাকে কোপাতে শুরু করেন। এ সময় শাশুড়ি তার মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে শাহজাহান তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।”
পরে নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঘটনার সময় তাদের সন্তানদের কান্নাকাটি শুনে প্রতিবেশিরা গিয়ে থানায় খবর দেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে ওসি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটিয়েছেন শাহজাহান। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”