Monday, September 15, 2025
Homeচট্টগ্রামব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেনসিডিল এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মো. রতন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রতন মিয়া উপজেলার শরীয়তনগরের বাদল মিয়ার ছেলে। রবিবার দুপুরে র‌্যাব ভৈরব কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেফতার রতন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছেন। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ফেরিঘাট এলাকায় একটি কক্ষ থেকে রতনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা, ৩৫ বোতল ফেনসিডিল ও দুই লিটার খোলা ফেনসিডিল, আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রয়ের ৫১ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments