পাকিস্তান পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত হুমকি দিয়ে ইমরান খান সম্ভবত সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন।
উক্ত জনসভায় একজন নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘হুমকি দিয়ে’ বক্তব্য রাখায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে হুমকির সুরে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান বলেন, তিনি ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, উপ মহাপরিদর্শক এবং একজন নারী ম্যাজিস্ট্রেট কে ‘ছাড়বেন না’ এবং তাদের বিরুদ্ধে মামলা করবেন।মূলত পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ইমরান একথা বলেন।
ইসলামাবাদ পুলিশের আবেদনের ভিত্তিতে গত সপ্তাহে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন বিচারক জেবা চৌধুরি পিটিআই নেতা শাহবাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।ইমরান এ বক্তব্যের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছিল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার।
তবে এর আগেই হুমকি দিয়ে বক্তব্য রাখার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে শনিবার রাত ১০ টার দিকে ইসলামাবাদের মারগাল্লা পুলিশ স্টেশনে সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়। ম্যাজিস্ট্রেট আলি জাভেদের অভিযোগের প্রেক্ষিতে এই মামলা দায়ের হয়।