Sunday, September 14, 2025
Homeখেলাধুলাক্রিকেটনিজের উপর বিশ্বাস নিয়ে এশিয়া কাপে মোসাদ্দেক

নিজের উপর বিশ্বাস নিয়ে এশিয়া কাপে মোসাদ্দেক

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বছর কাটিয়েও এখনও পায়ের নিচে শক্ত মাটি পাননি মোসাদ্দেক হোসেন। থিতু হতে পারেননি কোনো সংস্করণেই। নড়বড়ে জায়গা পাকা করতে এখনও ঘাম ঝরাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে সবশেষ দুটি সিরিজ থেকে এই অলরাউন্ডার আশাবাদী, ভালো করবেন এশিয়া কাপে।

২০১৬ সালে অভিষেকের পর থেকে ধারাবাহিকতার দেখা তিনি পাননি আন্তর্জাতিক ক্রিকেটে। কোনো সংস্করণেই তার গড় ৩০ ছুঁতে পারেনি। টেস্টে ২৮.৮৩ গড়ে করেছেন কেবল ১৭৩ রান। অভিষেকের ৭৫ রান এখনও সেরা।

বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক শিরোপারও নায়ক মোসাদ্দেক। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিস্ফোরক ফিফটিতে তিনিই দলকে এনে দিয়েছিলেন অসাধারণ এক জয়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রস্তুতি ম‍্যাচ শেষে গণমাধ‍্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, সবশেষ দুটি সফরের পারফরম‍্যান্স আশা দেখাচ্ছে তাকে।“ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে যে জায়গাতে সুযোগ পেয়েছি, ওই জায়গায় ভালো করার চেষ্টা করেছি, শেষ দুইটা সিরিজ আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভালো গেছে। সেই জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী, এশিয়া কাপে হয়তো ভালো করব।”

সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ খেলবে এশিয়া কাপে। অধিনায়কের সঙ্গে কথা বলে মোসাদ্দক বুঝে নিয়েছেন তার কাছে দলের চাওয়া। এবার মাঠে সেই প্রত্যাশা পূরণের পালা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments