Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকহুন্ডিতে অর্থপাচার, মালয়েশিয়ায় বাংলাদেশি মূলহোতাসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

হুন্ডিতে অর্থপাচার, মালয়েশিয়ায় বাংলাদেশি মূলহোতাসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, মুদ্রা জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। সেই চক্রের মূলহোতা একজন বাংলাদেশি নাগরিক। তাকে গ্রেপ্তারের পর আরো পাঁচজনকে আটক করা হয়েছে গত ১৯ ও ২০ আগস্ট।

মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ (পিক্স) বলেছেন, টেলিফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম বিক্রির তিনটি বুথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। লাইসেন্স ছাড়াই ট্র্যাভেল এজেন্সি খুলে মুদ্রা জালিয়াতি করার অভিযোগে আরেক স্থান থেকেও অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের সবার বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে। আটকদের সবাই পুরুষ।

তিনি আরো বলেন, গত ১৮ আগস্ট চক্রের মূলহোতা একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর ওই অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, আটক ব্যক্তিরা ওই সব বুথের কর্মী এবং তত্ত্বাবধানকারী। চক্রের ৩৬ বছর বয়সী মূলহোতাকে গ্রেপ্তারের সময় তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৪৪ হাজার ৩৫ রিঙ্গিত জব্দ করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ধারণা, এই চক্র প্রবাসী কর্মীদের এজেন্ট হিসেবেও কাজ করে। অভিযানে তাদের কাছ থেকে বাংলাদেশি ১৫ জনের পাসপোর্ট উদ্ধার হয়েছে।

তিনি বলেছেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সেলাঙ্গরের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে সন্দেহভাজনদের নিয়ে যাওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments