Sunday, September 14, 2025
Homeঢাকাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালমেয়েটির নাম রেখেছেন ‘হাসিনা’

মেয়েটির নাম রেখেছেন ‘হাসিনা’

ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে থাকা প্রসুতি মা তার মেয়েটির নাম রেখেছেন ‘হাসিনা’। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ এই মা রক্তের অভাবে মৃত্যুর মুখামুখি হন। কিন্তু কোনওভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার।

রাত তিনটা তখন ঘড়ির কাটায়। চিকিৎসক বললেন, রক্ত ছাড়া প্রসুতিকে বাঁচানো সম্ভব নয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গরীব অসহায় রোগীর পরিবারকে তখন সবাই ছাত্রলীগের ভার্চুয়াল ব্ল্যাড ব্যাংকের কথা জানায়। পরিবারটি যোগাযোগ করে ছাত্রলীগ ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কর্মীদের সঙ্গে। ওই রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। অবশেষে তারা খুঁজে পান কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে। ভোর রাতে ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে উঠেন সেই মা। জন্ম দেন কন্যা শিশুর। আনন্দ অশ্রুজলে সিক্ত সেই বাবা-মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’। তাদের চোখেমুখে খুশির ঝলক। ঢাকা মেডিকেলে মা শিশু দু’জনই ভালো আছেন।

আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এইভাবে মানুষের জন্য কাজ করবে-শিশুর বাবা মা বলেন।

ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন জানান, “আমাদের সেই কর্মীর কাছ থেকে আমরা তাকে রক্ত ম্যানেজ করে দিই। উনারা খুশি হয়ে আমাদের নেত্রীর নামে তাদের সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম রেখেছেন ‘হাসিনা’।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments