Sunday, September 14, 2025
Homeবাংলাদেশপররাষ্ট্রতিস্তা চুক্তি ভারতের ওপরই নির্ভর করছে: প্রধানমন্ত্রী

তিস্তা চুক্তি ভারতের ওপরই নির্ভর করছে: প্রধানমন্ত্রী

তিস্তার পানি বণ্টন চুক্তি এখন মূলত ভারতের ওপরই নির্ভর করছে। ভারতের সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে এএনআই দেওয়া সাক্ষাৎকারে এমনটিই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা আগামীকাল সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। এর প্রাক্কালে আজ রবিবার সকালে এএনআই এ সাক্ষাৎকার প্রচার করবে।

তিস্তা চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এএনআইকে বলেন, ‘এটি তিস্তা অনেক পুরনো সমস্যা। তাই এটি সমাধান হওয়া দরকার। তবে এটি মূলত নির্ভর করছে ভারতের ওপর। ’

শেখ হাসিনা গত বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর আলোচনার কথা স্মরণ করেন। তিস্তার পানি বণ্টনে অন্তর্বতী চুক্তি দ্রুত স্বাক্ষর করতে বাংলাদেশের আহ্বানের কথা আবারও তুলে ধরেন।

মন্দিরে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কিছু ঘটনা ঘটে। কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেই।

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ভারত বিশাল দেশ। আপনারা তাদের রাখতে পারেন। ’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments