Friday, September 12, 2025
Homeআন্তর্জাতিককারাগারে পাঠালে আরও বিপজ্জনক হয়ে উঠব: ইমরান খান

কারাগারে পাঠালে আরও বিপজ্জনক হয়ে উঠব: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান পাকিস্তানের ক্ষমতাসীন সরকারকে আবারও হুমকি দিয়েছেন।৮ সেপ্টেম্বর তিনি সতর্ক করে বলেন, তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন।

এদিন তার বিরুদ্ধে করা সন্ত্রাসবাদ মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী অস্ত্র মোতায়েন দেখে বিরক্ত হোন ইমরান খান। তিনি এসময় তার বিরক্তির কথা জানান।এসময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, সরকার তাকে গ্রেফতার করার পরিকল্পনা করছে কি না। জবাবে তিনি বলেন, আমি জেলে গিয়ে আরও বিপজ্জনক হয়ে উঠব।

গত ২০ আগস্ট এক র‍্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দেন। এরপরই তার বিরুদ্ধে মামলা হয়।ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনুল্লার নেতৃত্বে ৫ সদস্যের একটি বেঞ্চ মামলাটির শুনানি করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। সেদিন দুপুর থেকে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়। সন্ত্রাসবাদ মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী অস্ত্র মোতায়েন দেখে নিজের বিরক্তির কথা জানিয়েছেন ইমরান খান।

সেদিন ইমরান খান তার বানিগালা বাসভবন ত্যাগ করার আগে বেশ কয়েকজন পিটিআই নেতা হাইকোর্টে পৌঁছান। তবে নিরাপত্তা কর্মকর্তারা ফাওয়াদ চৌধুরী, শেহজাদ ওয়াসীমসহ অন্য কিছু নেতাকে বাধা দেয়।

তবে আদালতের শুনানি নিয়ে সাংবাদিকদের বেশি কিছু বলতে রাজি ছিলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার বক্তব্যে আদালতের ভুল ধারণা হতে পারে। এ বিষয়ে শুনানির পর কথা বলবেন বলে জানান তিনি। আরও বিভিন্ন মামলায় সাবেক এই প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিনে আছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments