Sunday, September 14, 2025
Homeঅপরাধ২৮ বছর পর খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি

২৮ বছর পর খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৯৯৪ সালে দায়ে ৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় বিচারিক আদালত ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। তবে আপিল বিচারাধীন থাকার সময় এক আসামি মারা যায়।

মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স খারিজ ও আসামিদের আপিল মঞ্জুর করে সোমবার খালাসের রায় দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম আশরাফুল হক জর্জ

রায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ৫ আসামিকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আপিল বিচারাধীন থাকার সময় আহাদ নামের এক জন মারা যান। আজ হাইকোর্ট বিভাগ সব আসামিকে খালাস দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে।

জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৪ সালের ১৩ মে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জিয়াউল হককে হত্যা করা হয়। পরদিন পঁচাসিংদা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই ঘটনায় জিয়ার মা রূপচান বিবি মামলা করলে পুলিশ তদন্ত শেষে ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এর মধ্যে এক আসামি বিচার চলার মধ্যেই মার যান। এরপর বিচার শেষে ২০১৬ সালের ৯ মে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ৫ আসামিতে মৃত্যুদণ্ড দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments