Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকপ্রিয় বালমোরাল থেকে চিরবিদায় নিলের রানি

প্রিয় বালমোরাল থেকে চিরবিদায় নিলের রানি

ব্রিটেনের সাবেক রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার রাতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান।
তিন দিন পর রোববার সেই বালমোরাল থেকে চিরবিদায় নিয়েছেন রানি। রোববার স্থানীয় সময় ১০টায় তার মরদেহবাহী কফিন বের করে নিয়ে যাওয়া হয়। রানিকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন রাস্তার পাশে জড়ো হন হাজার হাজার মানুষ।

তার মরদেহ এখন নিয়ে যাওয়া হবে স্কটল্যান্ডের শহর এডিনবার্গে।

বালমোরাল প্রাসাদটি ১৮৮৫ সালে রানি ভিক্টোরিয়ার স্বামী ক্রয় করেন। এটি এরপর রাজপরিবারের কাছেই আছে।
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদটি রানি এলিজাবেথের খুব প্রিয় ছিল। নিরিবিলি প্রাসাদটিতে গ্রীষ্মকালীন সময় কাটাতেন তিনি। নিজের ছেলে-মেয়ে ও স্বামীকে নিয়ে এখানে থাকতেন তিনি। এবারও গ্রীষ্মকালীন সময় কাটাতে লন্ডনের বাকিংহ্যাম প্রাসাদ থেকে বালমোরালে এসেছিলেন তিনি। নিজেরে জিবনের শেষ দিনটিও প্রিয় বালমোরালেই কাটিয়েছেন রানি এলিজাবেথ।

এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর হবে রানি অন্ত্যেষ্টিক্রিয়া। এরপ বাবা মায়ের পাশে চির নিদ্রায় শায়িত হবেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments