Sunday, September 14, 2025
Homeঅপরাধস্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার  সকালে উপজেলা শহরের মাঠ পাড়ায় হামলার শিকার হন তিনি।এ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমরান হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।জানা গেছে, প্রতিপক্ষের লোকজন সকালে শহরের মাঠ পাড়ায় ইমরানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, চার মাস আগে গ্রামের কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় ইমরানের। সে দ্বন্দ্বের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, ইমরান আওয়ামী রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন। যারা রাজনীতির নামে অপকর্ম করে, তাদের হাতেই প্রাণ গেল একজন ভালো  কর্মীর।  চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments