পিএসজিতে নিজের সেরা সময় ফিরে পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই মৌসুমে ১৩ ম্যাচে করেছেন আট গোল। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তাঁর গোলেই ১-১ ড্র করেছিল পিএসজি। তবে আজ ফিরতি লেগে নেইমার, এমবাপ্পেরা পাচ্ছেন না মেসিকে।
পায়ের পেশির চোটে লিগ ওয়ানে রেইমসের পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিও মিস করছেন এই কিংবদন্তি। সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে বাইরে রেখেই স্কোয়াড সাজিয়েছে ফরাসি জায়ান্টরা। গতকাল দলের অনুশীলনে ছিলেন না তিনি।
গ্রুপ ‘এইচ’-এ পিএসজি-বেনফিকা দুই দলের পয়েন্ট সমান ৭। আজ নিজেদের মাঠে জিতলে নক আউট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে পিএসজির। এদিকে আজ রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে শাখতার দোনেস্কর ও আর্লিং হালান্ডের ম্যানচেস্টার সিটি খেলবে কোপেনহেগেনের মাঠে। প্রথম তিনটি ম্যাচই জিতেছে রিয়াল ও ম্যানসিটি।