Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকজোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আবারও উত্তেজনা বাড়িয়ে জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এক সপ্তাহের ব্যবধানে বুধবার ফের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ২,০০০ কিলোমিটার পাল্লার দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাল দেশটি। এর মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক মহলের আশঙ্কা বাড়ালেন কিম জং উন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। সমুদ্রের উপর দিয়ে ২,০০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র দু’টি।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সমস্ত তদারকি করেছেন স্বয়ং কিম। বুধবারের ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও পর্যবেক্ষণ করেছেন তিনি। এর আগে গত ৬ অক্টোবর দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

চলতি মাসের গোড়ায় জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘জবাবে’ জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। আমেরিকার বিরুদ্ধে কোয়ীয় উপদ্বীপ অঞ্চলে অশান্তি সৃষ্টির অভিযোগ করে পিয়ংইয়ং জানিয়েছে, তাদের সেনা পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments