বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক স্থাপনে আগ্রহী ভারত। দেশটির টেলিকম রেগুলেটরি অথরিটি এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে সম্প্রতি প্রস্তাব দিয়েছে। টিআরএআইর প্রস্তাব নাকচ করেছে বিটিআরসি।
বিটিআরসিকে পাঠানো এলওআইর খসড়ায় বলা হয়েছে, এলওআই স্বাক্ষরের উদ্দেশ্য হলো টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। সহযোগিতার জন্য ১১টি খাত চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- টেলিযোগাযোগ বাজার নিয়ন্ত্রণ, রেডিও স্পেকট্রাম ব্যবস্থাপনা, টেলিযোগাযোগ খাতে উদ্ভাবন, এ খাতের গ্রাহক স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ফ্রেমওয়ার্কের আওতায় সহযোগিতা, ওভার দ্য টপ , ডিজিটাল টেরিস্ট্রিয়াল টেলিভিশন (ডিটিটি), টেকসই স্মার্ট নগরের প্রযুক্তি নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক, সম্প্রচার সম্পর্কিত লাইসেন্স ইত্যাদি। পারস্পরিক আলোচনা ও পরামর্শ প্রদান, যৌথ প্রশিক্ষণ ও শিক্ষা ভ্রমণ, তথ্য-উপাত্ত ও বিশেষজ্ঞ বিনিময় ইত্যাদিকে সহযোগিতার মাধ্যম হিসেবে খসড়ায় তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থাগুলোতে কাজের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের যৌথ কর্মকৌশল নিয়ে কাজ করার কথাও এতে বলা হয়েছে। টিআরএআইর এ প্রস্তাবে রাজি নয় বিটিআরসি।