Sunday, September 14, 2025
Homeখেলাধুলাবেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর পুরস্কার

বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর পুরস্কার

মৌসুম সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা

গত মৌসুমে বেনজেমা লস ব্লাঙ্কোসদের জার্সিতে দুর্দান্ত খেলেছেন। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে গোলের ভার দুর্দান্তভাবে সামলেছেন। লা লিগা ও ইউরোপ সেরার শিরোপা জয়ের পথে মৌসুমে সব মিলিয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। খবর টিকস্পোর্টসের।

রবার্ট লেভানডভস্কি, কেভিন ডি ব্রুইন ও সাদিও মানেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন বেনজামা।

ব্যালন ডি’অরকে লম্বা সময় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ থেকে ২০১৭-এই এক দশকে আর কাউকে ধারেকাছে ঘেঁষতে দেননি দুজন। ২০১৮ সালে মেসি-রোনালদোর বাইরে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লুকা মদরিচ।

কেবল শিরোপা জেতা নয় বেনজেমা গত সিজনে ছিলেন অসাধারণ, অতিমানবীয়। ২০২১-২২ সিজনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৮ গোল করেছেন, করিয়েছেন আরও ১৫টি। রিয়ালকে বলা চলে একাই জিতিয়েছেন ইউরোপ সেরার শিরোপা।

অন্য দিকে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন আদা হেগারবার্গ, বেথ মিড ও লুসি ব্রোঞ্জকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments