Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকব্রুইনা সুলতানা বাংলাদেশ থেকে ছাগল নিয়ে গেলেন

ব্রুইনা সুলতানা বাংলাদেশ থেকে ছাগল নিয়ে গেলেন

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহকে ৫টি উন্নত জাতের ছাগল উপহার দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ব্রুনাইয়ের সুলতান ঢাকা ত্যাগ করেন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় সুলতানের বিমানে ৫টি ছাগল তুলে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ব্রুনাইয়ের সুলতানকে ছাগলগুলো ব্রিডিংয়ের জন্য দেওয়া হয়েছে। ব্রুনাইয়ের কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আগেই ছাগল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। সে অনুযায়ী এই ছাগল উপহার দেওয়া হয়েছে।এর আগে ১৬ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ছাগল উনার খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু ছাগল দিয়ে দেবো। আসার পর থেকেই আমরা উনাদের ছাগলের কাচ্চি খাওয়াচ্ছি। কারণ ওনারা এটি খুব পছন্দ করেন।

১৫ অক্টোবর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সলতান। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সুলতানের সঙ্গে বৈঠক করেছেন।

ব্রুনাইয়ের সুলতানের এটাই বাংলাদেশে প্রথম সফর। ঢাকা সফরের প্রথম দিন সাভার জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাইয়ের সুলতান।রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তার ঢাকা সফর শেষ হয়। তবে তিনি সোমবার বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments