Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকফিরে এসেছে হোয়াটসঅ্যাপ

ফিরে এসেছে হোয়াটসঅ্যাপ

বিশ্বব্যাপী বিভ্রাটের পর হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। তবে কিছু কিছু ফিচার এখনো কাজ করছে না বলে বিভিন্ন ব্যবহারকারী অভিযোগ করছেন।

এরআগে মঙ্গলবার দুপুর ১ টার পর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান করতে পারছিলেন না। এর কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ ফিরে এলেও এর ডেস্কটপ ভার্সন কাজ করছে না বলে ভারতীয় গণমাধ্যম জানায়।

ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেক্টর এ তথ্য নিশ্চিত করে বলেছে, হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছে। গত বছরের ৫ অক্টোবরের পর এটিই হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বিভ্রাট বলে ধারণা করা হচ্ছে।

মেটার এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।

এদিকে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা গেলো কয়েকদিন ধরেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। এরআগে ফেসবুকের বাগ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি। তাদের বিগ প্রজেক্ট মেটাভার্স নিয়েও শঙ্কায় রয়েছে এই টেক জায়েন্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments