Sunday, September 14, 2025
Homeঅন্যান্যভারতের ম্যাচের মাঝেই বিয়ের প্রস্তাব

ভারতের ম্যাচের মাঝেই বিয়ের প্রস্তাব

খেলার মাঝে গ্যালারিতে বসে প্রেম বা বিয়ের প্রস্তাব দেওয়া নতুন কিছু নয়। বরং হালের ফ্যাশনেই পরিণত হয়েছে। বিশ্বকাপের বড় ম্যাচে এই ঘটনা মাঝে মধ্যেই ঘটতে দেখা যায়।

ভারত-নেদাল্যান্ডস ম্যাচেও ঘটলো তেমন কাণ্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও গ্যালারিতে ভারতের এক সমর্থক প্রেমপ্রস্তাব দিলেন তার বান্ধবীকে। আর সেই প্রস্তাবে সাড়া দিতে বান্ধবীও দেরি করেননি। তিনি হ্যাঁ বলে দিয়েছেন। আর সেই প্রস্তাবের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডস ব্যাট করার সময়। তাদের ইনিংসের সপ্তম ওভার চলছে। বল করছেন হার্দিক পাণ্ড্য। তিনি প্রথম বল করার পরেই ক্যামেরা ধরে গ্যালারিতে থাকা ওই দুই সমর্থককে।

তখনই দেখা যায় ওই যুবক পকেট থেকে আঙটি বের করে তাঁর বান্ধবীকে পরিয়ে দিচ্ছেন। আশেপাশের সমর্থকরা তখন চিৎকার করে সেই যুগলকে উৎসাহ দিতে ব্যস্ত। হাসি এবং আবেগ নিয়ন্ত্রণ করতে করতেই যুবককে সম্মতি জানান তার বান্ধবী। আশেপাশের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments