Saturday, September 13, 2025
Homeসারাদেশঠাকুরগাঁওসমাবেশস্থলে রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা

সমাবেশস্থলে রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। শুক্রবার ভোর ৬টা থেকে রংপুর বিভাগে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হলেও নানা কৌশলে দলে দলে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা রংপুরে এসে পৌঁছেছেন। রাতভর তারা শুয়ে, বসে, দাঁড়িয়ে এবং মিছিল করে কাটিয়ে দিয়েছেন।

সমাবেশ মাঠে শুয়ে থাকা ঠাকুরগাঁও থেকে আসা একজন জানান, বাড়ি থেকে অনেক ভেঙে ভেঙে এসেছি। সৈয়দপুর পযন্ত আর কোনো গাড়ি নিয়ে আসেনি। একটা সিএনজি পেলেও সেটি বেশি দূর আসেনি। প্রায় ১৫ কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি, এসে এখানে শুয়ে পড়েছি।

এদিকে, গণসমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে গণসমাবেশের সভামঞ্চ। লাগানো হয়েছে ১৩০টি মাইক। সমাবেশের মাঠ ছাড়াও রংপুর নগরজুড়ে সড়কের দুই পাশে সাঁটানো হয়েছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নগরীর প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ। বিকেলের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ মাঠে আসেন। তাদের অনেকেই মাঠে অবস্থান করছেন।

শনিবার দুপুর ২টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments