টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫০ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ১৫১ রান। জবাবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। প্রথম ওভারেই প্রতিপক্ষের শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর নিজের দ্বিতীয় ওভার দলীয় তৃতীয় ওভারে আরভিনকে ফিরিয়ে দেন এই পেসার।
ওয়েসলি মাধভেরেকে ৪ রানে ও আরভিনকে ৮ রানে বিদায় করেন তিনি।