Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকগুলিবিদ্ধ ইমরান খান, যা বললেন প্রাক্তন স্ত্রী জেমিমা

গুলিবিদ্ধ ইমরান খান, যা বললেন প্রাক্তন স্ত্রী জেমিমা

রাজনৈতিক কর্মসূচি পালনের সময় গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গুলিবিদ্ধ হয়েও বেঁচে যাওয়ার খবর শোনার পর টুইট করে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তার প্রাক্তন স্ত্রী ও তার দুই সন্তানের জননী জেমিমা গোল্ডস্মিথ।

টুইটারে জেমিমা লিখেছেন, “যে খবর শুনতে আমরা ভয় পাই সেটাই ঘটেছে। সৃষ্টি কর্তার দয়ায় তিনি সুস্থ আছেন।

যিনি তার প্রাণ বাঁচিয়েছেন, সেই সাহসী ব্যক্তিকে তার দুই ছেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ”

পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চ শুরু করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার বিকালে সেই কর্মসূচির অংশ হিসেবেই ওয়াজিরাবাদের অদূরে পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার আলওয়ালা চকে লং মার্চে যোগ দেন ইমরান। সেখানে একটি এসইউভি’র উপর দাড়িয়ে তিনি তার দলের সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন।

ওই সময়ই ভিড় থেকে পরের পর গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। ইমরানের পায়ে লাগে একটি গুলি। যদিও ইমরানের পায়ে একাধিক গুলি লেগেছে বলে দাবি তার দলের কর্মীদের। আর বেশ কয়েকজন নেতা কর্মীও আহত হয়েছেন এই ঘটনায়।

ঘটনার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

ইমরান খানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বছর তিরিশের এক যুবক। ওই হামলাকারী যখন একের পর এক গুলি চালাচ্ছিলেন, তখন হামলকারীর হাতটি চেপে ধরেন ওই যুবক।

লক্ষ্যভ্রষ্ট হয় ছ’রাউন্ড গুলি। যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত। তবে লাগেনি। বদলে গুলি এসে লাগে ইমরানের পায়ে। একটি টিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকেরা। তার ছবির নীচেও ‘‘হ্যাশট্যাগ আওয়ার হিরো” অর্থাৎ আমাদের নায়ক লিখেও পোস্ট করেছেন ঘটনাস্থলে উপস্থিত ইমরানের সমর্থকেরা। যদিও পাকিস্তানের কোনও সংবাদ সংস্থা এখনও ওই যুবকের নাম বা পরিচয় জানায়নি। জেমিমা নিজেও ওই যুবকের ছবি আলাদা করে টুইট করেছেন। সেই টুইটে তিনি ওই যুবককে ‘হিরো’ বলেও উল্লেখ করেছেন।

জেমিমা গোল্ডস্মিথ একজন ব্রিটিশ লেখিকা এবং চিত্রপ্রযোজক। ১৯৯৫ সালে ইমরানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তিনি ইমরানের প্রথম স্ত্রী। দু’জনের বিবাহবিচ্ছেদ হয় ২০০৪ সালে। জেমিমা এবং ইমরানের সংসারে দুই ছেলে রয়েছে। বড় ছেলের নাম সুলেমান ইসা এবং ছোট ছেলের নাম কাসিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments