চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫১ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ১২ নভেম্বর রাতে ভোলাহাট বিওপির ফুটানি বাজারে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। ১৩ নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা এ তথ্য জানান।
বাংলাদেশের অভ্যন্তরে ফুটানি বাজার নামক স্থানে দুইজন চোরাকারবারিকে দেখতে পায় বিজিবি। এ সময়ে টহল দল তাদের ধাওয়া করলে দুটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা। পরে টহল দল বস্তা তল্লাশী করে ৫১ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।
৫৯বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন, ভারতীয় চোরাকারবারিরা যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।