ঢাকায় নিজেদের প্রতিনিধি অফিস চালু করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংক। এর মধ্য দিয়ে বিশ্বের ১৯টি দেশে ব্যাংকটির প্রতিনিধি অফিস থাকবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুই দশক ধরে সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২১ সালে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম আমদানি অংশীদার ছিল সিঙ্গাপুর, যেখান থেকে ২৪০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়। একই সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও লজিস্টিকস এবং বন্দর খাতে শীর্ষ বিনিয়োগকারীদের মধ্যে সিঙ্গাপুর অন্যতম।
ডিবিএস ঢাকার প্রধান প্রতিনিধি হিসেবে তাহসিনা বানুকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০ বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ব্যাংকে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। হোলসেল ব্যাংকিং, ট্রেড অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্টসহ ব্যাংকিং ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে কাজের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
ডিবিএসের গ্রুপ হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং গ্রুপ তান সুশান বলেন, ‘সিঙ্গাপুর এ বছর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উদযাপন করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যে অর্থায়ন এবং এ-সংশ্নিষ্ট পরামর্শ প্রদানের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বজায় রেখে চলেছে ডিবিএস। পাশাপাশি বাংলাদেশে প্রকল্প বিনিয়োগের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রয়েছে ডিবিএসের। এখন বাংলাদেশে প্রতিনিধি অফিস খোলার মাধ্যমে দেশে ব্যাংকটির কার্যক্রম আরও বিস্তৃত হবে। একই সঙ্গে বিশ্বজুড়ে ডিবিএস গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও মিডটার্ম ভূমিকা পালন করবে ডিবিএস ঢাকা।