গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের মানববন্ধন চলাকালে ছবি তোলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, দায়িত্ব পালনকালে তাদের মারপিটের শিকার হওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জানা যায়, গত ৯ নভেম্বর গাইবান্ধা বাস টার্মিনালে হানিফ পরিবহনে টিকিট নেওয়াকে কেন্দ্র করে পুলিশ লাইন্সের এক সদস্যকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসাধারণ সম্পাদক হাসাবুল হাসান দিনার ও সিনিয়র সড়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ শ্রমিকদের নামে মামলা করেন পুলিশ।
শুক্রবার সকাল ১১টায় মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।