Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকপরীক্ষাগারে তৈরি মাংসের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

পরীক্ষাগারে তৈরি মাংসের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) প্রথমবারের মতো পরীক্ষাগারে বানানো মাংসের অনুমোদন দিয়েছে । ১৬ নভেম্বর তারা প্রাণীর কোষ থেকে তৈরি এ মাংস মানুষের খাওয়ার উপযোগী বলে জানিয়েছে। তবে বাজারে প্রবেশের আগে আরও কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এর সঙ্গে যুক্ত কোম্পানি আপসাইড ফুডসকে।

এফডিএর বিবৃতিতে বলা হয়েছে, আপসাইড ফুডস কোম্পানি জীবন্ত প্রাণী থেকে কোষ সংগ্রহ করে মুরগির মাংস তৈরি করেছে।

জীবন্ত প্রাণীর কোষ ব্যবহার করে স্টেইনলেস-স্টিল ট্যাংকে এ মাংস খাওয়ার উপযোগী করে বানানো হয়েছে। এফডিএর অনুমোদনের পর এখন দেশটির কৃষি বিভাগের অনুমোদন পেলেই পরীক্ষাগারে তৈরি এ মাংস বাজারে আসবে।

এফডিএ কমিশনার রবার্ট এম ক্যালিফ এবং এফডিএর সেন্টার ফর ফুড সেফটি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশনের পরিচালক সুসান মেইন বলেছেন, বিশ্ব  খাদ্যবিপ্লবের সম্মুখীন হতে হচ্ছে এবং এফডিএ খাদ্য সরবরাহে এসব উদ্ভাবনকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আপসাইড ফুডসের যোগাযোগ বিষয়ক পরিচালক ডেভিড কে বলেছেন, ‘এফডিএর ঘোষণায় আমরা আনন্দিত।

এই ঐতিহাসিক ঘোষণা আমাদেরকে বাজারে প্রবেশের সুযোগ করে দিয়েছে’।

সূত্র : রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments