Saturday, September 13, 2025
Homeঅপরাধএমপিপুত্র যুবলীগ নেতাকে লক্ষ্য করে....

এমপিপুত্র যুবলীগ নেতাকে লক্ষ্য করে….

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের ছেলে যুবলীগ নেতা রকিকে লক্ষ্য করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করেছেন দুষ্কৃতিকারীরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর উপজেলার বুলবুল সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

এ ঘটনার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের ছেলে এবং উপজেলা যুবলীগের অন্যতম সদস্য সাকলাইন মাহমুদ রকি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাদের নিয়ে ওই স্থানে প্রতিদিনের মতো মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে ওই স্থানের পাশেই হেলমেট পরিহিত দুইজন মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতাকে লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করেন। সেইসঙ্গে আরোহীরা দ্রুত পালিয়ে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments