Sunday, September 14, 2025
Homeজাতীয়অর্থনীতিরাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১৫ ডিএমডি পদে...

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১৫ ডিএমডি পদে…

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় রদবদল বদর করেছে সরকার। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন উপ-ব্যবস্থাপনা পরিচালককে বদলি করা হয়েছে।যা আজ সোমবার থেকে কার্যকর হবে।সোমবার ২১ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মীনাক্ষী বর্মনের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে বদলি করে সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে। রূপালী ব্যাংকের ডিএমডি খান ইকবাল হোসেনকে বদলি করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে।

সোনালী ব্যাংকের সুভাষ চন্দ্র দাসকে একই ব্যাংকের ডিএমডি বা আগের পদে পুর্নবহাল রাখা হয়েছে। জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলমকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংকের দেলওয়ারা বেগমকে রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানকে একই প্রতিষ্ঠানের ডিএমডি করা হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি মো. জাহাঙ্গীর হোসেন একই ব্যাংকের ডিএমডি হয়েছেন।

বেসিক ব্যাংকের খান ইকবাল হাসানকে পাঠানো হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকে। রূপালী ব্যাংকের ডিএমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামকে সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতারকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি মেহের সুলতানাকে ওই ব্যাংকেরই ডিএমডি করা হয়েছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments