Friday, September 12, 2025
Homeঅন্যান্যজিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে সর্বদা সোচ্চার। তিনি দেশ ও মানুষের নেতা। তাই জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র।

মঙ্গলবার ২২ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয় নগর প্রধান সড়কে জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা এসব কথা বলেন।

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে একটি রাজনৈতিক দলের নেতার কণ্ঠরোধ করার অপচেষ্টা নজিরবিহীন। দেশের মানুষ জিএম কাদেরের কথা শুনতে চায়, দেশের মানুষ তার নেতৃত্ব গ্রহণ করেছে। এতে হতাশ হয়ে কেউ কেউ জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, আদালতের ওপর আস্থা আছে আমাদের। আমরা বিশ্বাস করি, আদালত মিথ্যা ও হয়রানি মামলা খারিজ করে দেবেন।জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের বলেন, জাতীয় পার্টি হচ্ছে সুশৃঙ্খল ও আদর্শবাদী রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টির শৃঙ্খলা কখনো দুর্বলতা নয়। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে প্রমাণ করে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments