Sunday, September 14, 2025
Homeঅন্যান্যরেকর্ড করার মতো রাঘববোয়াল ধরেছে দুদক

রেকর্ড করার মতো রাঘববোয়াল ধরেছে দুদক

দুর্নীতি দমন কমিশন কেবল চুনোপুঁটিই ধরে না, বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়ালও ধরেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার জহুরুল হক।

সংস্থাটি ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ২১ নভেম্বর বিকেলে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক বিভিন্ন দেশ থেকে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করেছে উল্লেখ করে তিনি বলেন, দুদক ২০২০ সালে আটটি ও ২০২১ সালে ১৩টি মামলা দায়ের ও ২০২০ সালে চারটি ও ২০২১ সালে একটি মামলার চার্জশিট দিয়েছে। যেসব মামলার চার্জশিট হয়েছে আমার বিশ্বাস সেগুলোর ৮০ ভাগ ফলাফল আমাদের পক্ষে আসবে।

সাংবাদিকদের উদ্দেশে দুদক কমিশনার জহুরুল হক আরও বলেন, আমরা করছি না তা না, আমরা এগোচ্ছি। সব খবর আপনাদের কাছে যায় না। অথবা সব খবর আপনারা প্রচার করেন না। আপনারা সব সময় বলেন, দুদক কেবল চুনোপুঁটি ধরে। কিন্তু কতগুলো রাঘববোয়াল ধরেছে, আপনারা দেখেছেন কখনো। দুদক বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়ালও ধরেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments