Sunday, September 14, 2025
Homeঅন্যান্য‘সত্য গোপন করে নোরাকে ঢাকায় আনা হয়’

‘সত্য গোপন করে নোরাকে ঢাকায় আনা হয়’

বলিউডের ‘আইটেম গার্ল’খ্যাত শিল্পী নোরা ফাতেহি’র ঢাকায় আসা নিয়ে আলোচনা-সমালোচনা যেন কমছেই না। এবার অভিযোগ তাকে ঢাকায় নিয়ে আসা আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতি ইশরাত জাহান মারিয়া ডকুমেন্টারি শুটিংয়ের আড়ালে বাণিজ্যিক লাভের উদ্দেশে তাকে বাংলাদেশে নিয়ে আসেন।

গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন মাসিক বিজনেস ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘মিরর’র ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক শাহাজাহান ভূঁইয়া রাজু। তিনি জানান, পাওনা পরিশোধ না করে মিথ্যা মামলা দিয়ে তার সুনাম ক্ষুণ্ন করেছেন মারিয়া।

মারিয়া কী ধরনের সত্য গোপন করেছেন- এমন প্রশ্নের উত্তরে শাহাজাহান ভূঁইয়া বলেন, ‘নোরা ফাতেহিকে বাংলাদেশে আনার অনুমতি ছিল ডকুমেন্টারি শুটিংয়ের জন্য। কিন্তু উইমেন লিডারশিপ করপোরেশন এর আড়ালে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে বিনা অনুমতিতে উচ্চ মূল্যে টিকিট বিক্রি ও অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করেছে।’

তিনি জানান, মিরর গ্রুপ নোরা ফাতেহিকে বাংলাদেশে আনার কথা ছিল। কিন্তু সরকারের অনুমতি না পেয়ে গ্রুপটি এই আয়োজন থেকে সরে আসে এবং নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ দেয়। মিরর গ্রুপের চুক্তি বহাল জেনেও উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া নোরাকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করেন।

রাজু বলেন, নোরা ফাতেহিকে নিয়ে ৯ সেপ্টেম্বর মিরর গ্রুপ একটি অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। এ বিষয়ে নোরা ফাতেহির সঙ্গে অগ্রিম সম্মানি পরিশোধ সাপেক্ষে মিরর গ্রুপের চুক্তি হয়। কিন্তু দেশে ডলার সংকটের কারণ দেখিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় নোরার আগমনের অনুমতি দেয়নি।নিষেধাজ্ঞার কারণে পরে পাওনা ফেরত চেয়ে নোরাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। কিন্তু মিরর গ্রুপের চুক্তি বহাল জেনেও ইশরাত জাহান মারিয়া ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments