Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকসীমান্তে ৫৫০০ ক্যামেরা বসাচ্ছে ভারত

সীমান্তে ৫৫০০ ক্যামেরা বসাচ্ছে ভারত

পাকিস্তানের ড্রোনের ওপর নজরদারি করতে নানারকম পদক্ষেপ হাতে নিয়েছে ভারত সরকার। এরই প্রেক্ষিতে সীমান্তে প্রায় সাড়ে ৫ হাজার ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

পাঞ্জাব ও জম্মুতে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে বিএসএফ। তাদের বক্তব্য, সীমান্তে সুরক্ষা ব্যবস্থা আগের চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাঠানোর কৌশল নিয়েছে চোরাকারবারি ও আইএসআই।

২০২০ সালে জম্মু ও পাঞ্জাবে যেখানে ৭৯টি ড্রোন চিহ্নিত করা হয়েছিলো, সেখানে গত বছর ১০৯টি এবং এ বছর এখন পর্যন্ত প্রায় ২৭০টির কাছাকাছি ড্রোন চিহ্নিত করা হয়েছে। গত বছর যেখানে একটি ড্রোন গুলি করে নামানো হয়েছিলো, সেখানে এ বছর নামানো হয়েছে ১৬টি ড্রোন।

ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ড্রোনের আকারও। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, গতকাল যে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে, সেটির ওজন ১৮ কেজি। ডোনটি প্রায় তিন কেজি মাদক নিয়ে পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছিলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments