Friday, September 12, 2025
Homeচাকুরী৪ হাজার পদে কনস্টেবল নিয়োগ

৪ হাজার পদে কনস্টেবল নিয়োগ

‘চাকরি নয়, সেবা’ এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
শূন্যপদের সংখ্যা: ৪০০০টি
আবেদনের শুরু তারিখ: ০১-০২-২০২২খ্রি.
আবেদনের শেষ তারিখ: ২৮-০২-২০২২খ্রি.

বয়স: আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে। যেসব প্রার্থীর বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে উল্লেখিত বয়সসীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

পুরুষ প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা ,মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।

এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান) হতে হবে।

আবেদন করতে ক্লিক করুন- http://police.teletalk.com.bd/trc/err.php?err=550

আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে ওই লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এ নিয়োগ-সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments