শুরুটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের বলে। এরপর সাকিব আল হাসান এক ওভারেই নিয়েছেন দুই উইকেট।
চাপ আর কমেনি তারপর। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ভারত। ছয় উইকেট হারিয়ে তারা আছে বেশ বিপদে।
রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার ২ বল শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে তারা।