Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকসিরিয়াসিরিয়ায় গভর্নর হাউসে লুটপাট

সিরিয়ায় গভর্নর হাউসে লুটপাট

অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় সিরিয়ায় জনগণ বিক্ষোভ করেছে। দেশটির দক্ষিণের শহরে কয়েক ডজন বিক্ষোভকারী স্থানীয় গভর্নর হাউসে তাণ্ডব এবং লুটপাট চালায়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২ জন নিহত হয়েছেন।

রবিবার সোয়াইদা শহরে এই ঘটনা ঘটে।আরব নিউজের খবরে বলা হয়েছে, শহরে অন্তত ২০০ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক দুরাবস্থার জেরে তারা বাশার আল আসাদ সরকারের পদত্যাগ দাবি করে।

তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী শহরের পুলিশ সদরদপ্তর দখলের চেষ্টা করে। সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হয়। শহরের একটি হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ একজন বেসামরিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন গুলিবিদ্ধ আরও একজন চিকিৎসা নিচ্ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments